বেলা গড়িয়ে দুপুর, দেখা নেই সূর্যের। শুক্রবারও (৩ জানুয়ারি) সারাদিন দেখা মেলেনি সূর্যের।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (৬ জানুয়ারি) পর্যন্ত শীতের এমন তীব্রতা থাকবে।
এরপরই বাড়বে তাপমাত্রা। যদিও সেই উষ্ণতা বেশিদিন থাকবে না। এরপরই ১২ জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা কমে কুয়াশা বাড়িয়ে বাড়াবে শীতের প্রকোপ। কিন্তু চট্টগ্রাম অঞ্চলে শৈত্যপ্রবাহ হওয়ার শঙ্কা নেই। পুরো জানুয়ারি মাসে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, জানুয়ারির শুরু থেকে শীতের তীব্রতা বেড়েছে চট্টগ্রামে। তাপমাত্রা নেমেছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। নগরে টানা দুদিন বেলা একটার আগে সূর্যের দেখা মেলেনি। বিকেল থেকে কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে তাপমাত্রা। সঙ্গে উত্তরের হিমেল হাওয়া। আর এ কারণে শীত অনুভূত হচ্ছে বেশি।
এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী বলেন, আগামী সোমবার পর্যন্ত এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। কুয়াশা বাড়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। কিন্তু তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আছে। সোমবারের পর একটু তাপমাত্রা বাড়বে। এরপর আবার ১০-১২ জানুয়ারি থেকে তাপমাত্রা কমে এখনকার মতো শীত অনুভূত হতে পারে।’
চট্টগ্রামে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে শৈত্যপ্রবাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলে এটাকে আমারা শৈতপ্রবাহ বলি না। আর এখানকার তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই। তাই শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ারও কোনো আশঙ্কা নেই।’