mirsaraibarta
ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, পুলিশ ও ছাত্রদল নেতা আটক

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৪ ৭:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে ডিবি পুলিশ পরিচয়ে হানা দেয়ায় দু’জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে আটক ওই দু’জনের একজন পুলিশের এসআই ও অপরজন বরিশাল মহানগর ছাত্রদল নেতা। তাদের কাছ হ্যান্ডকাফও উদ্ধার করা হয়েছে।

রোববার এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।

আটককৃতরা হলেন- বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় রোববার রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিল। এসময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেয় কয়েকজন ব্যক্তি। তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। তখন এলাকাবাসীর সন্দেহ হলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেয়। কোনো পুলিশ অভিযানে যায়নি জানালে এলাকাবাসী দু’জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান ঘটনার সত্যতা নিশ্চিত। করে বলেন, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানার পুলিশ হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।