mirsaraibarta
ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাই উপজেলার হাইতকান্দিতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মার্চ ২৩, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকেলে হাইতকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী।

ওইদিন হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির এবং যুগ্ম আহবায়ক আবদুর রহিম বেলালের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন৷

এসময় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক মানিক, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, খইয়াছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক বাহার, উপজেলা বিএনপির সাবেক সদস্য বদরু দৌজা চৌধুরী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ সালাউদ্দিন, হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিয়াউল হক, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটু চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, বিএনপি নেতা প্রকৌশলী মুসলিম উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. পারভেজ, হাইতকান্দি ইউনিয়নের শ্রমিক দল নেতা তাজুল ইসলাম, হাইতকান্দি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ ইরফান, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রমুখ।

এছাড়া ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের ১৭ টি বছর সুন্দর পরিবেশে আমাদের দলের নেতাকর্মীদের পবিত্র রমজান মাসে ইফতার আয়োজন করতে দেয়নি।

তবুও আমরা দমে থাকিনি,ছোট পরিসরে আমরা নিজেদের মতো আয়োজন করেছি। শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আমরা এখন সাধারণ জনগণকে সাথে নিয়ে উন্মুক্ত ময়দানে ইফতার আয়োজন করতে পারছি৷ ‘

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।