শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য লিজেন্ড আহমেদ প্রান্ত।
শুক্রবার রাত ৮টার দিকে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের পাশ থেকে শকুনটিকে ক্লান্ত অবস্থায় উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা।
উদ্ধারের পর প্রাণীটিকে চিকিৎসার জন্য বাংলাদেশের একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্র দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টে নিয়ে যান সংগঠনটির সদস্যরা।
এ বিষয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য লিজেন্ড আহমেদ প্রান্ত বলেন, খোঁজ পেয়ে আমাদের উপজেলা টিম শকুনটিকে উদ্ধার করে নিয়ে আসে। হিমালিয়ান গৃধিনী শকুনটি খুব ক্লান্ত অবস্থায় ছিল। প্রাণীটিকে উদ্ধারকারী সংগঠনের কর্মী ছিলেন নূর হাসান নাহিদ এবং মাহমুদুল হাসান সোহেল।
আমরা পরবর্তীতে চিকিৎসার জন্য শকুনটিকে রংপুর বন বিভাগের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টে পাঠাই।
গত বছর একই স্থান থেকে একটি শকুন উদ্ধার করা হয়েছিল। সেই শকুনটিও অসুস্থ ছিল।