স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী এলাকা হতে র্যাব-৭ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে নোয়াখালীর চরজব্বার থানার ধর্ষণ মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে।
গ্রেফতার আসামি হলেন : নোয়াখালীর চরজব্বার থানার চরকাজী গ্রামের নবী মিয়ার ছেলে মোঃ সিরাজ উদ্দিন (২৬) গ্রেফতার।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার চরজব্বার থানার ধর্ষণ
মামলার প্রধান আসামি'কে রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী এলাকা হতে র্যাব-৭ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোমবার তাকে নোয়াখালীর চরজব্বর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।