স্টাফ রিপোর্টার : মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের ঐতিহাসিক সামাজিক স্বেচ্চাসেবী সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১১ মার্চ) ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদাউস আলম ও্ অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ বাঙালী।
এসময় উপস্থিতি ছিলেন- এসোসিয়েশন এর সহ সভাপতি মোঃ জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বোহরান উদ্দিন সুমন মাষ্টার, সদস্য আবু ছালেক মিয়াজী, আবদুর রহিম, সাইদুল হক, মহিউদ্দিন হুজুর,।
উক্ত সভায় উপস্থিত ছিলেন- প্রধান অতিথি হিসেবে কাজী মোঃ আশরাফ হোসেন নয়ন বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক, আমেরিকা প্রবাসী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ নুর উদ্দিন জাহেদ সদস্য সচিব, ৭নং কাটাছরা ইউনিয়ন বি এন পি,মোঃ নুর হোসেন সভাপতি ৭নং কাটাছরা ইউনিয়ন জামাত, এ,এস,এম,ফসিউল আলম, প্রধান শিক্ষক,ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, এস এম আবদুল্লা ভূঁইয়া প্রতিষ্ঠাতা ও ব্যবস্হাপনা পরিচালক নুরুল গনি ইসলামী একাডেমী, ও মুরব্বি, সামাজিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা সহ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর সাথে আমার সম্পর্ক আজ অনেক দিন যাবত এই পর্যন্ত আমি এই সংগঠনের উন্নয়ন ও সমাজসেবামূলক কাজ করে আসছি যেমন বাড়ি ঘর পুড়ে গেছে, বিয়ে, চিকিৎসা, বৃত্তি পরীক্ষা,বৃক্ষরোপন, ইফতার সামগ্রী বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণসহ, মানবিক সহযোগিতা করছি অনেক পরিশ্রম করে। সে সাথে আমি এই সংগঠনের আজীবন উন্নয়নের জন্য সার্বিক সাহায্য সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।