সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মশালা পরিচালিত হয়।
এ সময় কুমিল্লা ও সিলেট হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর ও সার্জেন্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কসহ অন্য মহাসড়কে কোনো কারণে গাড়িকে জরিমানা করা হলে তা শুধুমাত্র ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যাংকিং উপায় দিয়ে করা হতো।
বর্তমানে ২১টি মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটসহ বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে তাৎক্ষণিকভাবে জরিমানা সরকারি কোষাগারে জমা দিতে পারবেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের সুপার এবং সিলেট রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার খাইরুল আলম বলেন, পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে।
আজকের এই কর্মশালার মাধ্যমে বাস মালিক ও যাত্রীরা তাদের জরিমানা দ্রুত পরিশোধ করতে পারবে। সবগুলো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে হাইওয়ে পুলিশ কর্তৃক জরিমানা আদায় আরও সহজ হবে এবং এতে করে জনগণের প্রতি পুলিশের দায়বদ্ধতা থাকবে।
হাইওয়ে পুলিশ সুপার খাইরুল আলম আরও বলেন, হাইওয়ে পুলিশের সঙ্গে বাসের চালক-মালিক এবং যাত্রীদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আর এ সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে হাইওয়ে পুলিশকে সৌহার্দ্যপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সোমবার দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য দেন – কমিউনিটি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জিয়া উদ্দিন আহমেদ, আইটিসি-এর ডেপুটি চিফ অপারেটিং অফিসার মো. হাফিজুর রহমান, আইটিসি পোস-এর টিম লিডার মো. সোহেল রানা এবং ল্যাবএইড হাসপাতালের প্রফেসর আলী হোসাইন প্রমুখ।