mirsaraibarta
ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের হাটহাজারীতে আরিফ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীর চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার দুই পলাতক আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। 

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ গ্রামার স্কুল এলাকা এবং কুমিল্লার বাঙ্গরা বাজার থানার কাকাতুয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন : ফটিকছড়ি থানার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. রফিকের ছেলে মো. মানিক (৪২) এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মৃত আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর (৪৫)।

র‌্যাব জানায়, নিহত আরিফ হোসেন হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনির জঙ্গল দক্ষিণ পাহাড়তলী এলাকার বাসিন্দা ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় মহিউদ্দিন শিবলু ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা ও অবৈধভাবে মাটি কেটে জমি দখল করে আসছিলো। আরিফ হোসেন ও সাখাওয়াত হোসেনসহ এলাকাবাসী এর প্রতিবাদ করলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়।

গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে একদল সন্ত্রাসী একটি সিএনজি এবং তিনটি মোটরসাইকেলযোগে এসে জঙ্গল দক্ষিণ পাহাড়তলী এলাকায় আরিফ ও সাখাওয়াতকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

পালাতে গিয়ে আরিফের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জুন তিনি মারা যান।

এ ঘটনায় নিহত আরিফের মা বাদী হয়ে গত ১২ জুন হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ৩ জনের নাম উল্লেখ করে আরও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।