চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন বাবু’কে দীর্ঘ ১২ বছর পর নগরীর সিমেন্ট ক্রসিং এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন বাবু'কে (৩৫) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যাব।
সে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার বন্দরটিলা এলাকার মোঃ কামাল উদ্দিনের ছেলে। বুধবার গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করে র্যাব।
এর আগে গত ১০ ই ডিসেম্বর মঙ্গলবার এ মামলার অপর একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক প্রকাশ রাজু'কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা হতে গ্রেফতার করে পুলিশের নিকট হস্তান্তর করে র্যাব।