চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মীরসরাইয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে’র নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করে উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সালমান হায়দার, সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গোফরান জামশেদ, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাদশা, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, ছাত্রদল নেতা নাঈম সরকারসহ নেতারা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটির দলীয় প্যাডে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উত্তর জেলা ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে তকিবুল হাসান চৌধুরী তকীকে সভাপতি এবং সরোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।