মিরসরাইয়ের জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক আন্তঃ শ্রেণী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারী ) সকাল ১০টায় জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার খেলাটির উদ্বোধন করেন।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের শিক্ষক টুইংকেল বড়ুয়া,যদু নন্দী ,সাইফুল ইসলাম,শিশির বড়ুয়া, জোরাগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিতাই চন্দ্র দাশ এবং বিদ্যালয়ের সাবেক ছাত্র মেহেদী ,রোমেল,শিবলু,রানা,রিরিদয় উপস্থিত ছিলেন।
দশম শ্রেণী ও নবম শ্রেণী মধ্যাকার খেলায় ৬০ রানে দশম শ্রেণী জয় লাভ করে। খেলা আয়োজন সম্পর্কে জানতে চাইলে দশম শ্রেণির ছাত্র আবির জানান,
প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা খেলাটি আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর ভাবে খেলাটি সম্পন্ন করতে পেরেছি। খেলাধুলার মাধ্যমে ছোট এবং বড় ভাইদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রপি তুলে দেন জেবি এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর সদস্যরা এবং বিদ্যালয়ের শিক্ষকরা৷