মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকাল ৫ টায় জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ ইউনিয়ন আমীর মাওলানা মুখতার হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে সব আছে কিন্তু পলিসিগত কারনে আওয়ামী লীগ সরকার মানুষকে জিম্মি করে রাখতো, কখনো লোডশেডিং করেছে, কখনো দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে, কখনো গ্যাস সরবরাহে বি’ঘ্ন ঘটিয়েছে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার আমীর মুখতার আহম্মদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জোরারগঞ্জ থানার সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মডেল থানা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক শিবির নেতা জামাল উদ্দিন, আলী হাসান মেম্বার, মাওলানা নজরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।