ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দেশসেবা ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আশু সুস্থতার জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া প্রার্থনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবৃতিতে তারেক রহমানের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, ‘ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আল্লাহর কাছে এই দোয়া করি।’
সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইডজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের একাধিকবার হার্ট অ্যাটাক হয়েছে। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছে।