mirsaraibarta
ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশনকে আইন সংস্কার করে দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে : অধ্যাপক এম এম আকাশ

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য পেশী শক্তি রোধ, অর্থের ঝনঝনানি ও প্রশাসনকে নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশন আইন সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে এমপি নির্বাচনের বিধান করতে হবে। প্রধান উপদেষ্টার প্রতি এই আহবান জানিয়ে তিনি বলেন, তবেই জাতীয় সংসদ গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হবে।

৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর গণমানুষের এই চেতনা বাস্তবায়নে কমিউনিস্ট পার্টি সারাদেশে কাজ করছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রেজাউল করিমের চতুর্থ প্রয়ান দিবসে ‘গণঅভ্যুত্থান ও গণআকাঙ্খা বিষষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম এম আকাশ এসব কথা বলেন।

বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি তুষার কান্তি বসুর সভাপতিত্বে আলাচনা সভায় জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, নূর আলম শেখ, তুষার কান্তি দাস, জেলা যুবদলের সাবেক সাধারণ সস্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি পেশার নেতারা এই আলোচনা সভায় বক্তব্য দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।