mirsaraibarta
ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের নাজিরপুরে ২ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার

করেছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পিরোজপুর-ঢাকা মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

নাজিরপুর থানা পুলিশের এস আই সরোয়ার হোসেন এই অভিযান পরিচালনা করেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান আজ রাত ৮টায় নাজিরপুর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন : কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে রোহিঙ্গা মনির আলম (৪২) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।

পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, উপজেলার পিরোজপুর-ঢাকা মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তবে তারা কী উদ্দেশে নাজিরপুরে এসেছেন বা কারা এনেছেন—সে বিষয়ে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তারা কাদের মাধ্যমে এখানে এসেছেন এবং কি কারণে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।