মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের অসহায় সম্বলহীন বার্ধক্যে জর্জরিত জরিধন খুপড়ি ঘরে কোনরকম দিনযাপন করছিলেন। ভাঙ্গাচোরা বেড়া ও ত্রিপলের চাউনি নিয়ে কোনভাবে দাঁড়িয়ে থাকা ঘরখানায় বসবাস ছিল তার। সামান্য ঝড়-বৃষ্টিতে পানির গড়াগড়িতে ভিজে সব একাকার হয়ে যেত। ২০২৪ এর বন্যায় আরো নাজুক হয়ে পড়ে পুরা ঘর। একেবারে থাকার অনুপোযোগী হয়ে পড়ে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষিত বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে গঠিত ত্রাণ তহবিলের বিশেষ বরাদ্দ থেকে সদ্য বিদায়ী মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এর আন্তরিক প্রচেষ্টায়, বাংলাদেশ সেনাবাহিনীর মিরসরাই ক্যাম্প ইউনিটের ব্যবস্থাপনায় ও মাঠ পর্যায়ে দুর্বার প্রগতি সংগঠনের সার্বিক সহযোগিতায় সুন্দর এ ঘর পেলেন জরিধন।
সংগঠনের পক্ষে ঘর নির্মাণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন দুর্বার স্বেচ্ছাসেবী নাজমুল হাসান চৌধুরী।
সুন্দর-টেকসই এ ঘর পেয়ে খুশি বৃদ্ধা জরিধন।