ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ২৩ জন আহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাসে থাকা যাত্রীরা জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা। ভোরবেলায় তারা ঢাকা থেকে মাহফিল শেষে বাড়িতে ফিরছিলেন।
ফুলগাজীর হাসানপুর সড়কের প্রবেশপথে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পশ্চিম পাশের খাদে পড়ে ২৩ যাত্রী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।