mirsaraibarta
ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

অনলাইন ডেস্ক
মে ১৮, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মিত্রা রানী নাথ (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মিত্রা রানী নাথ সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের তপন লাল নাথের মেয়ে।

তারা দীর্ঘ দিন সপরিবারে ফেনী শহরের মাস্টার পাড়ার স্বপ্ন রানীভবনে বসবাস করে আসছিলেন। মিত্রা ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গে, শনিবার সন্ধ্যার দিকে মিত্রা রানী প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। প্রাইভেট শেষে সে তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। পরে মহাসড়কের লেমুয়া ইউনিয়নের কসকা নামক স্থানে মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত হলে স্থানীয়রা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মিত্রা রানী।

তবে মিত্রা রানীর স্বজনরা জানান, মিত্রা রানী বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য বের হয়েছিল। কিন্তু সে কোথায় দুর্ঘটনাকবলিত হয়েছে বা কীভাবে হয়েছে – এ সংক্রান্ত কোনো খবর আমরা সংগ্রহ করতে পারিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।