খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় ফেনীর ছাগলনাইয়া থানার এজাহারভূক্ত পলাতক আসামি যুবলীগ নেতা ইফতেখারুল আলম ওরফে শাহীন আলম পাটোয়ারিকে আটক করেছে র্যাব।
রোববার (২৬ জানুয়ারি) রাতে ঢাকার সবুজবাগ থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়া থানার খালেদা জিয়ার গাড়ি বহরে হত্যাচেষ্টা ও নাশকতা মামলার পলাতক আসামী ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় অবস্থান করছে। র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে ইফতেখারুল আলম প্রকাশ শাহীন আলম পাটোয়ারী (৩৫)। শাহীন ফেনীর ছাগলনাইয়া উপজেলার খুরশীদ পাটোয়ারী বাড়ির লিয়াকত হোসেন পাটোয়ারীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জানায়, সে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় হত্যাচেষ্টা ও নাশকতা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী এবং ছাগলনাইয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক। আইন-শৃঙ্খলা বাহিনীর আটক এড়াতে সে নিজ এলাকা ছেড়ে ঢাকা মহানগীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক সাদেকুল ইসলাম বলেন,আটককৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।