mirsaraibarta
ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. Public
  2. অন্তর্বর্তীকালীন সরকার
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  7. আবহাওয়া
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম প্রতিদিন
  10. জাতীয়
  11. জাতীয় সংসদ নির্বাচন
  12. ড. মুহাম্মদ ইউনূস
  13. দেশ ও জনপদ
  14. বিনোদন
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গার দূর্গম অঞ্চলে সেনাবাহিনীর মানবিক সহায়তা

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালের দিকে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবিক সহায়তা হিসেবে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে একটি হারমোনিয়াম, রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম, সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী,এলাকার কার্বারী ও ভিডিপি সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, ও পঞ্চাশ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।
এছারাও এছারাও মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া ইসলাম ও ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী ২০৪ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
এ সময় মাটিরাঙ্গা জোনের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মান‌বিক ও বিনামূল্যে চিকিৎসা সেবা পে‌য়ে উপকার ভো‌গী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী জানান, প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি ও বাঙ্গালীরা টাকার অভাবে মানসম্মত চিকিৎসা সেবা নিতে পারে না।
মাটিরাঙ্গা জোন আজ ঘরের দুয়ারে এসে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে, এজন্য জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে মাটিরাঙ্গা জোনের উত্তরোত্তর সাফল্য কামনা ক‌রেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি জানান, শা‌ন্তি সম্প্রী‌তি ও উন্নয়‌নের ধারাবা‌হিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে।
প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙ্গালী সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।