চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরসরাই অংশে থ্রি হুইলার, সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে কোর্ট রোড এলাকায় ‘মিরসরাইয়ের সচেতন নাগরিক’ এর ব্যানারে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলার পুরাতন পল্লি বিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়ক থেকে মিছিলটি শুরু হয়। এ সময় মিছিলটি ইউটার্ন নিয়ে কোর্ট রোড এলাকায় গিয়ে শেষ হয়। এরপর মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম লিমন, দিদারুল আলম, মোশারফ হোসেন, মো. ইউনুস ও আব্দুর রহিম শান্ত।
বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ থ্রি হুইলার, সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা বাড়ছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসনের গাফিলতিতে এসব যান চলাচল বন্ধ হচ্ছে না। ফলে সাধারণ মানুষ এবং পরিবহন মালিক-শ্রমিকরা ক্ষতির মুখে পড়ছে।
তারা বলেন, আমাদের দাবি দ্রুত মানা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। প্রয়োজনে মহাসড়ক অবরোধ করা হবে।
মানববন্ধন শেষে প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জনগুরুত্বপূর্ণ হিসেবে অবহিত করেন।
ইউএনও মাহফুজা জেরিন বলেন, মহাসড়কে তিন চাকার যান চলাচলের ওপর উচ্চ আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে। পাশাপাশি সাধারণ মানুষকে এসব যানবাহন এড়িয়ে চলার বিষয়ে তিনি অনুরোধ জানান।