মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য শামিমা আক্তার সাথীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
শামিমা আক্তার সাথী মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের সভাপতি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সন্ত্রাস দমন আইনে ইউপি সদস্য শামিমা আক্তার সাথীকে গ্রেপ্তার করা হয়। ওই দিন তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


