স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাকৃত আসামিরা হলেন : উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম মায়ানী এলাকার মো. রহিমের ছেলে মো. ছাব্বির হোসেন, মো. একরামের ছেলে মহিউদ্দিন ও শানু মিয়ার ছেলে নুরনবী।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তিন আসামিকে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়।
রোববার (১২ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।