mirsaraibarta
ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বসতঘরে মিললো ৬৯ গোখরা সাপের বাচ্চা

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে এক বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। তবে মা সাপ উদ্ধার করতে না পারায় আতঙ্ক বিরাজ করছে ওই পরিবারসহ স্থানীয়দের মাঝে। 

শনিবার (২৬ এপ্রিল) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার ওমান প্রবাসী দেলোয়ার হোসেন ও আলী হোসেনের বাড়ি থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, ওই এলাকার ওমান প্রবাসী দেলোয়ার হোসেন ও আলী হোসেনের বাড়ি থেকে একে একে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। তবে অনেকগুলো সাপের বাচ্চা উদ্ধার করা হলেও মা সাপ উদ্ধার না হওয়ায় আতঙ্কে দিন কাটছে ওই পরিবারের সদস্যসহ আশপাশের সবার।

প্রবাসীদের বড় ভাই আলাউদ্দিন বলেন, ‘প্রথমে ভেবেছিলাম বিষহীন কোন সাধারণ সাপ। কিন্তু পরে দেখি এগুলো সব বিষাক্ত গোখরা সাপের বাচ্চা। রাত হলেই পরিবারের সবাই আতঙ্ক থাকি। পরিবারের ছোট ছোট বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় থাকি।

প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, একটি গোখরা সাপ এক সঙ্গে সর্বোচ্চ ২০-২৫ তা বাচ্চা দেওয়ার সক্ষমতা থাকে। তাহলে বুঝা যাচ্ছে এখানে একটি সাপ নয় বেশ কয়েকটি সাপের মা রয়েছে।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, উপযুক্ত পরিবেশ পাওয়ার কারণে এখানে সাপের বাচ্চাগুলো জন্ম নিয়েছে। কিন্তু এগুলো বিষধর সাপ, ছোবল দিলেই ঘটতে পারে দুর্ঘটনা। তাই সাপুড়ে ও বন কর্মকর্তাদের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।