আহতরা হলেন : ওই ইউনিয়নের অলিনগর এলাকার মোল্লাবাড়ির বাসিন্দা মাহমুদুল হকের ছেলে নাজিম উদ্দিন (৫৫), একই বাড়ির জালাল আহম্মদ (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।
আহত নাজিম উদ্দিনের ছেলে শিপন আহমেদ বলেন, ‘গত কিছুদিন যাবত স্থানীয় সিরাজ মেম্বার (ইউপি সদস্য), মুরাদ, সজিব ও মিজানের নেতৃত্বে আমাদের জমি কেটে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। আজ শনিবার সকালে তাদেরকে বালু উত্তোলনে বাধা দিলে আমার বাবাসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ওরা। তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের মোল্লা বাড়িতে হামলা চালায়।’
তিনি আরো বলেন, ‘বিগত কয়েক মাস ধরে আমাদের পুরো এলাকায় ফেনী নদী ও মানুষের জায়গা-জমি থেকে বালু উত্তোলন করছে তারা। কেউ প্রতিবাদ করলে তাদের ওপর অত্যাচার চালানো হয়। দিনে-রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে মানুষের ঘুম হারাম করে দিচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের নেতৃত্বে হামলার ঘটনা সত্য নয়। তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে হামলার ঘটনা ঘটেছে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, অলিনগরে বালু উত্তোলনকে ঘিরে মারামারির খবর পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।