mirsaraibarta
ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জাবেদ নামে এক যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের করেছেন তার বাবা মো. জাহাঙ্গীর।

শুক্রবার (২৮ মার্চ) রাতে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে মো. জাহাঙ্গীর উল্লেখ করেন, জাবেদ চট্টগ্রাম শহরে কাঁচা তরকারির ব্যবসা করতেন। বিয়ের পর সে হাটহাজারীতে শ্বশুর বাড়িতে থাকতো। গত ১২ দিন আগে ব্যবসায়িক কাজে বারইয়ারহাটে তার বন্ধু মাসুদ ও জাহিদের বাড়িতে আসেন এবং সেখানে অবস্থান করেন।

সর্বশেষ গত ২৬ মার্চ সকাল ১০টায় তিনি জাবেদের নাম্বারে কল দিলে সে জানায় জোরারগঞ্জে তার বন্ধুর বাড়িতে আছে। পরবর্তীতে ওইদিন দুপুর ১২টায় একটি নাম্বার থেকে আমার নাম্বারে কল দিয়ে জানানো হয় দুষ্কৃতকারীরা জাবেদকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার লাশ মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

এজহারে আরও উল্লেখ করা হয়, মিরসরাই উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত ২৬ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন সমর্থিত বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন ও আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শান্তিরহাট রোডের ভুঁইয়া বাড়ির মৃত কেনু সওদাগরের বাড়ির পশ্চিম পাশের গেটের সামনে সংঘর্ষের মাঝে জাবেদ (৪৫) ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, জাবেদ হত্যার ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে।

এ ঘটনায় শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত কেউ আটক নেই। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।