স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম শহর থেকে রাজধানী ঢাকায় ইয়াবা পাচারের সময় মিরসরাইয়ে ১১ হাজার ৫০০ ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
রোববার (১৩ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে পৌরসদরের প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়।
এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৭৫) বাসটিতে তল্লাশি করার সময় তৃতীয় লিঙ্গের ৬জন পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
এসময় মহিলা পুলিশ দিয়ে তাদের দেহ তল্লাশি করে কোমরের সাথে স্কচটেপ দ্বারা বাঁধা অবস্থায় ১১ হাজার ৫০০ ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারদের নাম, ঠিকানা জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই চলমান রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
ওসি আরও বলেন, এর আগে দুপুরে উপজেলার হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী বিপুল পরিবহন বাসে অভিযান চালিয়ে বাস চালকের সহকারী জুয়েল মণ্ডলকে (৩৫) ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।