স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে। এর ফলে এসব প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১১ কোটি (১১১.২৬ মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগ করবে। এতে নতুন করে ৭ হাজার ৬০৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে এসব চুক্তি সই হয়। চার বিনিয়োগকারীর মধ্যে তিনটি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন।
এগুলো চীন, সিঙ্গাপুর ও চীন-সিঙ্গাপুর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান।
অপরটি বাংলাদেশি প্রতিষ্ঠান। নতুন এসব শিল্প জুতা, চামড়া প্রক্রিয়াজাতকরণ, টেস্টিং সেবা এবং এবং গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনে বিনিয়োগ করবে।
চুক্তিসইকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ করছে চীনের তাই মা সুজ (বিডি) কোম্পানি লিমিটেড, যারা ৫৫ দশমিক শূন্য ৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে জুতা তৈরির কারখানা স্থাপন করবে।
প্রতিষ্ঠানটি প্রতিবছর ৭০ লাখ জোড়া ফরমাল ও ক্যাজুয়াল জুতা উৎপাদন করবে। এখানে ৫ হাজার ৯০০ জন বাংলাদেশির কাজের সুযোগ সৃষ্টি করবে।
সিঙ্গাপুরের বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি লিমিটেড ২৫ দশমিক শূন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে।
প্রতিষ্ঠানটি ক্রাস্ট লেদার থেকে বছরে ৩৬ মিলিয়ন বর্গফুট ফিনিশড লেদার উৎপাদন করবে। এখানে ৪৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।