mirsaraibarta
ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে শাশুড়িকে খুন করে লাশ কোথায় জানাতে ফোন প্রতিবেশিকে

অনলাইন ডেস্ক
মার্চ ১, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে গলায় দড়ি পেঁচানো এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার নাম সবুরা খাতুন (৭২)। তিনি মীরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামের মৃত মাওলা বক্সের স্ত্রী।

আজ শনিবার (১ মার্চ) সকাল ১০ টায় খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের চেয়ারম্যান বাংলো এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধার ছেলে মো. ওবায়দুল হক বলেন, মাদকাসক্ত বোনের জামাই ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলের কোন এক সময় বাড়ির বাইরে থেকে ধরে আমার মাকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে পাশের একটি ঝোপে ফেলে যায়।

এ সময় আমার মায়ের কানে ও গলায় থাকা সোনার গহনাগুলো নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে অপরিচিত একটি নাম্বার থেকে আমার এক প্রতিবেশির ফোনে আমার মাকে হত্যা করার বিষয়টি জানায়।

আমাদের পরিবারের আরো লোকজনকে হত্যা করার হুমকি দেয়। পরে রাতভর খুঁজে শনিবার ভোরে বাড়ির পাশের একটি ঝোপে আমার মায়ের লাশ দেখতে পাই আমরা। বিষয়টি পুলিশকে জানালে সকালে এসে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।

আমার মাকে খুনের ঘটনায় ছোট বোনের জামাই মোবারকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, পূর্ব খৈয়াছড়া এলাকায় গলায় দড়ি পেঁচিয়ে সবুরা খাতুন নামের এক বৃদ্ধাকে খুন করা হয়েছে।

খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি আমরা। এই ঘটনায় নিহত পরিবারের লোকজন থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।