মিরসরাই উপজেলা সদরে গতরাতে মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন ও মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের অনুসারীদের সংঘর্ষে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না নিহতের ঘটনায় মিরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে গ্রেফতার করেছে।
জানা যায়,গতকাল সোমবার (১৩ জানুয়ারি) যুবদল কর্মী নিহতের ঘটনায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হোসেনসহ ৪ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- নাজমুস সাকিব মারুফ (২২), শাহ আলম (৪৭) ও আরমান হোসেন (২৬)।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, তাদেরকে গ্রেফতার করে আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে প্রিজন ভ্যানে করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুন্না নিহতের ঘটনায় তাঁর ভগ্নিপতি বাদী হয়ে থানায় একটি হ'ত্যা মামলা দায়ের করেছেন।