বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল আলীমের পরিচালনায় এবং আমীর মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে শুক্রবার সকালে স্থানীয় এক অডিটোরিয়ামে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মিরসরাই থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জোরারগঞ্জ থানা জামায়াতের সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন, বাইতুল মাল সম্পাদক আবদুল গফুর।
দারসুল কোরআন পেশ করেন দুর্গাপুর ইউনিয়ন আমীর মাওলানা আবদুল মান্নান। এতে আরো উপস্থিত ছিলেন হানিফ নিজামী, মাওলানা শহিদুল ইসলাম, সাইফুদ্দিন, দীল মোহাম্মদ মামুন প্রমুখ।