অনলাইন ডেস্ক : ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্লাহ মাস্টার বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুরুল হুদা হুদনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) ভোর রাতে রামনগর ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি-দস্যুতাসহ ৯টি মামলা রয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আসামি হুদন দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর গ্রামের জহুর আলী মুক্তার বাড়ির নুরুল আমিনের ছেলে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামি নুরুল হুদা হুদন জায়লস্কর ইউনিয়ন সিলোনীয়া বাজার আজিজ উল্যা মাস্টার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত।
তিনি জানান, সিলোনীয়ায় ডাকাতির ঘটনায় ২টি মাইক্রো ব্যবহার করা হয়েছে বলে বিশেষ তথ্য পাওয়া যায়।
ডাকাতরা আমীরগাঁও বাজার আলামপুরের গ্রামীণ সড়ক ব্যবহার করে।
এর আগে, ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে ডাকাত দল পরিবারের সবাইকে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকাসহ মূল্যবান সামগ্রীসহ ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ওইরাতে আজিজ উল্যা মাস্টারের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেইটের গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে ঘরের লোকজনকে বেঁধে ফেলে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোনসেট, মূল্যবান জিনিসপত্র ২ কোটি টাকার মালামাল লুটে নেয়। বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী।
সম্প্রতি সে দেশে আসে ও বাবার বাড়িতে অবস্থান করছিল। এ ঘটনায় দাগনভূঞা থানায় বাবুল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।