mirsaraibarta
ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. Public
  2. অন্তর্বর্তীকালীন সরকার
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  7. আবহাওয়া
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম প্রতিদিন
  10. জাতীয়
  11. জাতীয় সংসদ নির্বাচন
  12. ড. মুহাম্মদ ইউনূস
  13. দেশ ও জনপদ
  14. বিনোদন
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বাস দুর্ঘটনায় নেভি সদস্যসহ : নিহত ৩, আহত ৬

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে মার্চেন্ট নেভি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন : মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৬), চট্টগ্রাম জেলা চাঁদগাও থানার মো. হেলালের ছেলে ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মৃত নয়া ব্যাপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)।

নিহত নাফিজ আহমেদ অয়ন মার্চেন্ট নেভি সদস্য বলে জানা যায়। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় মহাসড়কের ওপর গাছ বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-১২-০৬০৪) দাঁড়িয়ে ছিল।

এসময় একই লেনে আসা সেন্টমার্টিন পরিবহনের ডাবল টেকারের বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-২৮৮১) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা গাছ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে নিহত তিনজন গাড়ির ভেতর ছিটকে পড়ে মাথা এবং শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক জখমপ্রাপ্ত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মার্চেন্ট নেভি সদস্য নাফিজ আহমেদ অয়নের পরিবার জানিয়েছে, ১০ দিনের ছুটি শেষে বৃহস্পতিবার রাতে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন।

হঠাৎ চালকের অসাবধানতার কারণে অল্প বয়সে অয়নকে হারিয়েছি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়৷ ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি৷ নিহতদের মধ্যে একজন নেভি তরুণ কর্মকর্তা ছিল৷

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা গাছ বোঝাই ট্রাকের পেছনে সেন্টমার্টিন পরিবহনের ডাবল ডেকারের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়িতে থাকা নিহত তিনজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও ৪/৫ জন আহত হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়।

নিহতদের আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।