নিহত মহিউদ্দিন উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে।
জানা গেছে, দীর্ঘ ১৫ বছর পর ওমান থেকে দেশে ফিরেন মহিউদ্দিন। রাতে তাঁর বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। বোনকে কয়েকদিনের জন্য বাবার বাড়িতে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় বোনের স্বামী ও শ্বশুরের সঙ্গে মহিউদ্দিনের হাতাহাতি হয়। এক পর্যায়ে মহিউদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বোনের স্বামীকে গ্রেপ্তার করতে বাড়িতে পুলিশ গিয়েও তাকে ধরা যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’