mirsaraibarta
ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

তামিম ইকবালের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ক্রিকেটপাগল সমর্থকরা আজ সারাদিন ছিলেন দুশ্চিন্তায়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং জানা যায়, বাংলাদেশের সাবেক এই অধিনায়ক পরপর দুইবার হার্ট অ্যাটাক করেছেন। তার হার্টে ব্লক ধরা পরে এবং রিংও পরানো হয়। তামিমের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।

তবে শেষ পর্যন্ত বেঁচে ফিরেছেন তামিম। হার্ট অ্যাটাক করার পর তামিমের অবস্থা ভীষণ খারাপ ছিল। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ২২ মিনিট ধরে সিপিআর দেওয়া লেগেছে। ৩ বার ডিসি শক লেগেছে। এমনকি হার্ট পুরো কাজ করা বন্ধও করে দিয়েছিল।

তবে এখনো শঙ্কামুক্ত না হলেও জ্ঞান ফিরেছে তামিমের। এদিকে তামিম যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছিলেন তখন তার জন্য প্রার্থনাইয় বসেছিলেন তার সাবেক ও বর্তমান সতীর্থসহ আরও অনেক সুহৃদ। সাবেক অধিনায়ক মাশরাফি মোর্তজা, লিটন দাস, মেহেদী মিরাজরাও তামিমের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

তামিমের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। আজ ছিল সাকিবের জন্মদিন। ৩৮ পেরোনো সাকিব ক্রিকেট বিষয়ক এক সংবাদমাধ্যমের সঙ্গে ভিডিওকলে আলাপের সময় তামিমের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

সাকিব বলেন, ‘আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্যও। কঠিন সময়টা যেন পার হয়ে যেতে পারে।’

এর আগে সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মোহামেডান ও শাইনপুকুরের মধ্যকার খেলা চলাকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে তামিমের সবশেষ অবস্থা জানিয়ে কেপিজে স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসা বিষয়ক পরিচালক রাজিব হোসেন বলেন, ‘যত ধরনের চিকিৎসা প্রয়োজন, সবকিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশনটা অনুকূলে আছে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য একটা অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এটা খুব স্মুথলি এবং এফিশিয়েন্টলি হয়েছে। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন।’

তামিম এখন অবজারভেশনে আছেন জানিয়ে ডা. রাজিব বলেন, ‘একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। স্টেন্ট বসানোর পর তিনি অবজারভেশনে আছেন। ক্রিটিক্যাল কন্ডিশন এখনো কাটেনি, একটু সময় লাগবে।’ তামিমের সুস্থতার আশাবাদ ব্যক্ত করে এই চিকিৎসক বলেন, ‘আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।