মিরসরাইয়ের বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় চালানো বিশেষ অভিযানে ধ্বংস করা হয়েছে পাঁচটি অবৈধ বেহুন্দি জাল। ক্ষতিকর এসব জালের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মিরসরাই উপজেলার কাটাছড়া ও বামনসুন্দর ইউনিয়নের উপকূলীয় অঞ্চলে ‘কম্বিং অপারেশন’ পরিচালনা করে মৎস্য বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ কোস্ট গার্ড।
জব্দ হওয়া জালের মোট দৈর্ঘ্য ১৫০ মিটার। পরবর্তীতে সেগুলো সাহেরখালী ঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত ৫টি অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
বেহুন্দি জাল পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি বলে দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ।