চট্টগ্রাম নগরে পৃথক অভিযান চালিয়ে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলার এজাহারনামীয় চার পলাতক আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
শুক্রবার (১৩ জুন) দিনভর নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও এবং পাঁচলাইশ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম এলাকার মৃত রাখাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (২৩), বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদ নগর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. ফরহাদ উদ্দিন মজনু (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সোনাতলা এলাকার মৃত তোতা মিয়ার ছেলে কুদ্দুস মিয়া (৩৭) ও নজরুল মিয়া (৪০)।
র্যাব-৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে র্যাব জানতে পারে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার পলাতক আসামি বাবুল বিশ্বাস চট্টগ্রাম নগরের সোলাইমান সোসাইটি এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৩ জুন) দুপুর ২টা ১০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, একইদিন গভীর রাতে পাঁচলাইশ থানার হামজা খাঁ লেইন এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত জুর আলী মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে একই মামলার আরেক আসামি নজরুল মিয়াকে হামজারবাগ এলাকার শাহনাজ ভবন থেকে আটক করা হয়।
অন্যদিকে, শুক্রবার রাত ১০টার দিকে আরেক অভিযান পরিচালিত হয় নগরের বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদ নগর এলাকায়। সেখানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ফরহাদ উদ্দিন মজনু (৩০)–কে আটক করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী ও রাউজান থানায় হত্যা, নাশকতা, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৩টি মামলা রয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, আটক চার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।