mirsaraibarta
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আটক

অনলাইন ডেস্ক
জুন ১৬, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর চন্দ্রিমা হাউজিং এলাকায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের মামলায় আলমগীর শেখ নামে এক পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) রাতে খুলনার ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।

পুলিশ কর্মকর্তা বলেন, চন্দ্রিমা হাউজিং এলাকায় এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছিল। পরে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় আলমগীর শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

এর আগে রোববার রাতে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

সেই প্রতিবেদনে মামলার বাদী শিশুটির মা অভিযোগ করেছিলেন, মামলা হলেও আসামিকে পুলিশ ধরছে না। কিন্তু পুলিশের দাবি ছিল, তারা আসামিকে খুঁজে পাচ্ছেন না।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানিয়েছে, শিশুটির বাবা নেই। ফলে তার মা অন্যের বাসায় কাজ করেন জীবিকা নির্বাহ করেন। কাজের তাগিতে চন্দ্রিমা হাউজিংয়ে আলমগীর শেখ নামে এক ব্যক্তির বাসায় কাজ নেন।

প্রতিদিনের মতো তিনি সেদিন সকালে তার মেয়েকে নিয়ে সেখানে যান। কাজের সময় তিনি ব্যস্ত ছিলেন এরই ফাঁকে শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে তার গোপনঅঙ্গে হাত দেন সেই ব্যক্তি। পরে শিশুটি তার মায়ের সঙ্গে বাসায় গেলে ঘটনাটি খুলে বলে।

গত ৩০ মে চন্দ্রিমা হাউজিং এলাকার বি ব্লকের ৪ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার দিন মোহাম্মদপুর থানায় ভুক্তভোগী শিশু মা বাদী হয়ে একটি মামলা করেন।

মামলার বাদী বলেন, পুলিশ আসামি ধরেছে শুনেছি। আমি এ ঘটনায় উপযুক্ত বিচার ও জড়িত ব্যক্তির শাস্তি চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।