স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের মিরসরাইয়ে সংরক্ষিত বনের ভেতর পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট রেঞ্জের সদর বিটে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে সংরক্ষিত বনে বালি উত্তোলনের অপরাধে ৬টি ড্রেজার মেশিন ও ৬০০ ফুট পাইপ সম্পূর্ণ ধ্বংস করা হয়।
সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার দক্ষিণ ঘেড়ামারা চিকনছড়া ও লক্ষীছড়া এলাকায় একটি চক্র বালি উত্তোলন এবং বিক্রি করে আসছিল।
চক্রটি সংরক্ষিত বনের ভেতর ড্রেজার মেশিন বসিয়ে পাইপ দিয়ে পাহাড়ের চূড়ায় পানি ঢেলে মাটি ধসিয়ে তা থেকে বালি উত্তোলন করে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম এবং বন বিভাগের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৬০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
বালু উত্তোলনের কাজে জড়িতরা খবর পেয়ে আগেই ঘটনাস্থল ত্যাগ করায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে আসামি শনাক্ত হলে পি.ও.আর বন মামলা করা হবে।
মামলার আলামত হিসেবে ড্রেজারের অংশ বিশেষ সংরক্ষণ করা হয়েছে।
অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ সহায়তা করেন বলে জানান তিনি।