শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কালুরঘাট ব্রিজ এলাকা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- মো. ফারুক (৪৭), জায়েদা বেগম (৪০), ইকবাল হোসেন (৪৩) ও প্রদীপ মল্লিক (৪৬)।
এদের মধ্যে ফারুক ও জায়েদা বেগমের বাড়ি কুমিল্লায়, ইকবাল হোসেনের বাড়ি কক্সবাজার ও প্রদীপ মল্লিকের বাড়ি রাঙামাটিতে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, সিএনজি ও প্রাইভেটকারযোগে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে কালুরঘাট থেকে পটিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গাড়ি দুটি আটক করে র্যাব।
এ সময় গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে দুটি বস্তায় রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।