শফিকুর রহমান (শফিক),সিনিয়র স্পেশাল রিপোর্টার : চট্টগ্রাম জেলার মীরসরাই সার্কেলাধীন জোরারগঞ্জ থানা এলাকায় রেজিস্ট্রেশন বিহীন, অবৈধ মালিকানাধীন ও বৈধ ডকুমেন্টসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট জোরদার।
চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের নির্দেশনায় অদ্য ১২ জানুয়ারি ২০২৬ খ্রি. মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরী’র নেতৃত্বে বারইয়ারহাট পৌর এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন নিয়মিতভাবে আটক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
যার লক্ষ্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ও রাস্তায় অবৈধ যানবাহনের চলাচল কমানো, এতে ইতোমধ্যেই একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এসময় জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল ও জোরারগঞ্জ ট্রাফিক জোনের অফিসার ও ফোর্স বিশেষ চেকপোস্ট জোরদার কার্যক্রমে উপস্থিত ছিলেন।

