চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ভোলা জেলার লালমোহন থানার জলিবির হাট এলাকার মো. হারুনের ছেলে মো. মিজান (২০), নোয়াখালী জেলার হাতিয়া থানার চরকিং গ্রামের মো. রাশেদ (২১), একই জেলার সদর থানার রতনপুরা বাজার মো. মালেকের ছেলে মো. হৃদয় (১৯) এবং ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার চরপাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. শ্রাবণ মিয়া (১৯)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানিয়েছেন, ছিনতাই সংক্রান্ত একটি মামলায় তাদেরকে আটক দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।