mirsaraibarta
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে গুলিতে যুবক হত্যা!

অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. রাসেল।

নিহত রাসেল পেশায় একজন দিনমজুর এবং ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে এসেছিলেন। মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। পরে মরদেহ পাশের ধানি জমিতে ফেলে চলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, তার শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্রে কুপিয়ে যখম করার চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে আশেপাশে একাধিক দোকান থাকলেও এ ব্যাপারে কেউ মুখ খুলছেন না। মরদেহ উদ্ধার করা হয়েছে।

অধিকতর তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।