mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ২১৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুতের দায়ে ২ প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ আল এমরান খাঁন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বশির পাটোয়ারী স্টোর ও  ফকরউদ্দীন ষ্টোর নামের দু’টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২১৯৫ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এর মধ্যে পাটোয়ারী স্টোরের গোডাউনের পলিথিনের পরিমাণ ১ হাজার ২৪৫ কেজি এবং ফকরউদ্দীনের গোডাউন থেকে জব্দ করা পলিথিনের পরিমাণ ৯৫০কেজি।

মোবাইল আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক মো: হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক  মো. মিজানুর রহমান বলেন, “নিষিদ্ধ পলিথিনের বিষয়ে পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।