mirsaraibarta
ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

জোরারগঞ্জ থানার মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ একজন’কে গ্রেফতার ও মাদকপরিবহনে একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা’র (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ১ নং করের হাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের হাবিলদার বাসা হতে ধুমঘাট ব্রীজগামী মমিন হালদারের নির্মাণাধীন বাড়ীর সামনে সড়কের উপর এক অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেটকার (যাহার রেজিষ্ট্রেশন নং চট্টঃ মেট্রো-গ-১২-৪০৫২) হতে ৪৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক চট্টগ্রামের সীতাকুন্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মৃত নুর মিয়া ড্রাইভারের ছেলে মোঃ দিদারুল আলম’কে (৪৫) গ্রেফতার করে হেফাজতে নেয় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ফরহাদ হোসেন (রাজু) (৩৫) নামের অপর এক আসামি পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন এবং এ ঘটনায় জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিঃ মোঃ আশিকুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে বৃহস্পতিবার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।