স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১০ জুন) ভোরে বিরল উপজেলার এনায়েতপুর বিওপির সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ।
পুশইন হওয়া ১৩ জনের মধ্যে দুই জন পুরুষ, দুই জন নারী ৯ জন শিশু। বিজিবি টহলরত সময় দেখতে পেয়ে তাদেরকে আটক করে।
দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিকত্ব এর তথ্য যাচাই-বাছাই এর কার্যক্রম চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।