mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফেনীতে মানববন্ধন করেছে জেলা ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফেনী সরকারি কলেজ গেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন – জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সম্পাদক সওকত আলী জুয়েল পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইবু ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক, যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগর ও গিয়াস উদ্দিন। এছাড়া জেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার সরকারের আমলে প্রায় ১৭ বছরের মতো নির্যাতনের শিকার হন ছাত্রদলের নেতা-কর্মীরা। এমনকি সাধারণ মানুষও নির্যাতন থেকে রেহাই পায়নি।

গত জুলাই-আগস্ট মাসে গণহত্যা চালানো হয়েছে। যারা জুলম-নির্যাতন, গুম ও হত্যার সঙ্গে জড়িত -তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।