মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আমাদের দেশের প্রচলিত আইন ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে যাতে করে আমরা বাংলা নববর্ষকে উদযাপন করি, সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। সব ক্ষেত্রে যাতে করে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকি৷ সামাজিক ও রাষ্ট্রীয় এসব আচার অনুষ্ঠানে যাতে করে কোন দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে সবাই আমরা সতর্ক দৃষ্টি রাখব। আমরা প্রত্যাশা করি, অংশগ্রহণমূলকভাবে জেলা প্রশাসন এবং ফেনী পৌরসভা যে আয়োজন করেছে সেটি আমরা সম্পন্ন করতে পারব। পুরোনো সব অসুন্দরকে পেছনে ফেলে আমরা এবার নতুন আলোকে নতুন ফেনী করতে সবাই একসঙ্গে কাজ করবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান৷ স্বাগত বক্তব্য দেন ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মো. বাতেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া ইসলাম, ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির আহমেদ মজুমদারসহ প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারী এবং ফেনী পৌরসভার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিথিরা৷