mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

বারইয়ারহাটে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার; আটক ২

অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বারইয়ারহাট এলাকায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারি আটক; এসময় মাদক পরিবহনে ব্যবহ্নত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

অভিযানে আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা থানার ভমরকান্দি গ্রামের মৃত সোজা মিয়ার ছেলে মোঃ সোহাগ হোসেন (৩১) ও বরুড়া থানার কাটাখালা গ্রামের মোঃ সেলিমের ছেলে মোঃ মনির হোসেন (২২)।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী ফেনী জেলার সীমান্তর্বতী এলাকা হতে একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি পিকআপ গাড়ী’কে থামানের সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সোহাগ ও মনির নামে দু’জনকে আটক করে হেফাজতে নেয় র‍্যাবের আভিযানিক দল। পরে আটককৃত আসামিদের দেয়া তথ্যমতে তাদের হেফাজতে থাকা পিকআপ গাড়ীর কেবিনের ভিতরে সিটের নিচে বিশেষ কৌশলে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০৮টি প্যাকেটে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।