দুর্ঘটনা রোধ ও প্রাণহানি ঠেকাতে চট্টগ্রামের ফটিকছড়ির একটি আঞ্চলিক সড়কে পশু জবাই করে রক্ত ছিটানো হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বারৈয়ারহাট এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বারৈয়ারহাট এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনায় ঘটছে হতাহতের ঘটনা। এ থেকে রক্ষা পেতে সড়কে পশু জবাই করে রক্ত ছিটানোর কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এর আগে প্রবাসীদের উদ্যোগে পশু জবাই করা হয়।
এছাড়া খতমে কোরআন, মিলাদ মাহফিল ও এতিমদের তবারুক বিতরণও করেন আয়োজকরা।
ইউনুস খান রুবেল নামে আয়োজকদের একজন বলেন, ‘সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে দোয়ার পাশাপাশি কম গতিতে গাড়ি চালানো, সড়ক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সচেতনতা সৃষ্টির জন্য এই আয়োজন করা হয়।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।